ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে নৌ-বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে নৌ-বাহিনী উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে নৌ-বাহিনী/ছবি: দীপু মালাকার-বাংলানিউজ

উন্নয়ন মেলা প্রাঙ্গণ থেকে: স্বাধীনতার সময় বাংলাদেশ নৌ-বাহিনীতে ছিল মাত্র দুটি যুদ্ধ জাহাজ। এখন সেখানে রয়েছে ৮০টিরও বেশি। সরকারের কল্যাণের পাশাপাশি উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌ-বাহিনী।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া উন্নয়ন মেলা-২০১৭’তে নৌ-বাহিনীর স্টলে তুলে ধরা হয়েছে নৌ-বাহিনীর উন্নয়নচিত্র।

তিনদিনব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য বিষয় ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’।

নৌ-বাহিনীর স্টলে মঙ্গলবার (১০ জানুয়ারি) কথা হয় শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শামিমা সুলতানার সঙ্গে। সে বাংলানিউজকে বলে, আমি নবম শ্রেণিতে পড়ি। বড় হয়ে নৌ-বাহিনীতে কাজ করতে চাই। বিভিন্ন নৌযানের সঙ্গে পরিচিত হতে মেলায় এসেছি। উন্নয়ন মেলায় এসে নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজের নাম জানতে পেরে ভালো লাগছে। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে নৌ-বাহিনী/ছবি: দীপু মালাকার-বাংলানিউজ

নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজ সম্পর্কে দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন নৌবাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার সফি। নৌ-বাহিনীর নিজস্ব ডকইয়ার্ডে এখন যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশ্বে মাত্র কয়েকটি দেশের নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ তৈরি করার সক্ষমতা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ এখন অন্যতম। বর্তমানে নৌ-বাহিনীর ৮০টির বেশি যুদ্ধ জাহাজ রয়েছে। সেইসঙ্গে রয়েছে হেলিকপ্টার, সাবমেরিন ও একাধিক এয়ার ক্রাফট।

উন্নয়ন মেলায় নৌ-বাহিনীর স্টলে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের প্রথম দুই নৌজাহাজ পদ্মা ও পলাশ, নৌ-বাহিনীর প্রথম ফ্রিগেট বানৌজা উমর ফারুক, নৌ-বাহিনীর প্রথম সমুদ্রগামী জাহাজ রুহুল আমিন, প্রধানমন্ত্রীর কাছ থেকে নৌ-বাহিনীর স্বাধীনতা পুরস্কার লাভসহ অংসখ্য স্মৃতি।

মেলায় সংক্ষিপ্ত পরিচিতিসহ নৌ-বাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসজে/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।