শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
এ বছর ছাত্র পাসের হার ৮৩.৫৬ শতাংশ এবং ছাত্রী পাস করেছে ৮৩.৭৩ শতাংশ।
ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮০ হাজার ৮৯৮ জন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৭৩০ জন। ছাত্রের তুলনায় ২৯ হাজার ৮৩২ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১১ লাখ ১২ হাজার ২২ জন ছাত্র এবং ১২ লাখ ৯১ হাজার ৬৮৯ জন ছাত্রী। ছাত্রের তুলনায় ১ লাখ ৭০ হাজার ৬৬৭ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
এ বছর ৯ লাখ ৩৬ হাজার ৭৩৩ জন ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাস করেছে ১০ লাখ ৮১ হাজার ৫৩৮ জন।
ছাত্রের তুলনায় ১ লাখ ৪৪ হাজার ৮০৫ জন ছাত্রী বেশি পাস করেছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমইউএম/এএ