ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রেজাল্ট

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, মে ৬, ২০১৮
এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ১১

বরিশাল: এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ১১ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৪৬২ জন শিক্ষার্থী।

রোববার (৬ মে) বেলা ১১টা ১৫ মিনিটে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্র‌ফেসর মো. আ‌নোয়ারুল আ‌জিম।

তিনি জানান, এ বছর পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় এক লাখ হাজার ৩৯১১ জন।

এরমধ্যে ছাত্র ৫১ হাজার ৯১২ জন এবং ছাত্রী ৫১ হাজার ২১২ জন। পাস করেছে ৭৯ হাজার ৫২০ জন, যারমধ্যে ছাত্র ৩৯ হাজার ৫১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৪৬৯ জন।

বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে দশমিক ১৩ শতাংশ। ত‌বে জিপিএ-৫ বে‌ড়ে‌ছে এক হাজার ১৭৪ জনের।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।