রোববার (৬ মে) রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক প্রমানিক বাংলানিউজকে বিষয়টিন নিশ্চিত করেন।
তিনি বলেন, গত সাত বছরের মধ্যে এবারই পাসের হার কমেছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার সরকার বাংলানিউজকে বলেন, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। এবার পেয়েছে ১৯ হাজার ৪৯৮ শিক্ষার্থী। অর্থাৎ ২ হাজার ১৪৯ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার জিপিএ-৫ শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ১৮ জম ছাত্র ও ৯ হাজার ৪৮০ জন ছাত্রী রয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফালাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এক বছরের ব্যবধানে রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ২৭ হাজার ২১১ জন। এ বছর রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলা থেকে অংশ নিয়েছে ১ লাখ ৯৪ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী। গত বছর ছিল এক লাখ ৬৭ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী।
রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৯৮৫ জন ছেলে ও ৯৩ হাজার ৫৫৮ জন মেয়ে পরীক্ষার্থী ছিল।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এসএস/জিপি