ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সুনির্দিষ্ট অভিযোগ আনলে ব্যবস্থা নেবো, জাবি প্রসঙ্গে নওফেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
সুনির্দিষ্ট অভিযোগ আনলে ব্যবস্থা নেবো, জাবি প্রসঙ্গে নওফেল সেগুনবাগিচায় ব্রিফিংয়ে কথা বলছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান উদ্ভূত পরিস্থিতির বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসুন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারা উপাচার্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসেননি।

বুধবার (০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেগুনবাগিচায় ব্রিফিংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা উপমন্ত্রী এ আহ্বান জানান।

এই অবস্থায় তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।