ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দৌলতপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
দৌলতপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে জালভোট দেওয়ার সময় এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

আটক ওই কর্মকর্তার নাম রুহুল আমিন।

তিনি দৌলতপুরের খোর্দ ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমিন জানান, ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিড়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন রুহুল আমিন।  

বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানায়। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের জানালে তাকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।