ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

নায়কের নামে ‘রাইয়ান’, গড়পড়তা ‘মার ছক্কা’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
নায়কের নামে ‘রাইয়ান’, গড়পড়তা ‘মার ছক্কা’ (ভিডিও) ছবি: সংগৃহীত

স্বল্প বাজেটের দুই ছবি, নেই বড় তারকা, নেই তেমন প্রচারণাও। শুক্রবার (১১ আগস্ট) দেশের নামমাত্র প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেলো দুটি ছবি। এগুলো হলো ‘রাইয়ান’ ও ‘মার ছক্কা’।

‘অদৃশ্য শত্রু’র পর নতুন ছবি তৈরি করেছেন সোহেল রানার পুত্র ইউল রাইয়ান ওরফে মাশরুর পারভেজ। নির্মাতা-অভিনেতা রাইয়ানের নামেই ছবির 'রাইয়ান'।

এর চিত্রনাট্যও তারই। প্রযোজনায় পারভেজ ফিল্মস। অভিনয়ও করেছেন রাইয়ানের বাবা সোহেল রানা।  

ছবিতে রাইয়ানের বিপরীতে আছেন লাক্স তারকা অর্ষা। সোহেল রানাকে দেখা যাবে ব্যতিক্রমী একটি চরিত্রে। অভিনয়ে আরও আছেন ফারুক আহমেদ, জন প্রমুখ। ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, টাঙ্গাইলের মধুপুরের মাধবী হলসহ কয়েকটি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। ছবিটির পোস্টার ও ট্রেলার নজর কাড়লেও আশানুরূপ প্রেক্ষাগৃহ পায়নি।

অন্যদিকে নতুন অভিনয়শিল্পীদের নিয়ে ‘মার ছক্কা’ ছবির গড়পড়তা ট্রেলার নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মঈন বিশ্বাসের পরিচালনায় কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।

জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ছবিটিতে জুটি বেঁধেছেন নবাগত রোহান ও মল্লিকা। আছেন হিরো আলম। আরও আছেন ওমর সানি, অরুণা বিশ্বাস, সাদেক বাচ্চু, আলেকজান্ডার বো প্রমুখ।  

* ‘রাইয়ান’ ছবির ট্রেলার: 

* ‘মার ছক্কা’র ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।