ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

‘ননসেন্স’ এবার পারিবারিক গল্পে, আসছে বাংলা নববর্ষে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
‘ননসেন্স’ এবার পারিবারিক গল্পে, আসছে বাংলা নববর্ষে

শহরকেন্দ্রিক পারিবারিক গল্পের ওয়েব সিরিজ ‘ননসেন্স’। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে এটি।

ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ অনেকে।

সিরিজের গল্প ধারণা টনি মাইকেল গোমেজের। লিখেছেন মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য করেছেন রাকেশ বসু।

সিরিজটি প্রকাশ উপলক্ষ্যে শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর শিল্পকলার জাতীয় চিত্রশালায় এক প্রিমিয়ারের আয়োজন করা হয়। এতে সিরিজের শিল্পী ও কলা কুশলীরা উপস্থিত হয়েছিলেন।

সিরিজের গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসু বলেন, এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়, একই অ্যাপার্টমেন্টে থাকা দুইটি ভিন্ন চিন্তাধারার দুইটি পরিবারের গল্প। গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন যুগিয়ে চলতে চলতে পছন্দ করেন। হঠাৎ করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্ধ এবং কী সেই ঘটনা সেই গল্পই দেখা যাবে সিরিজে।

ঢাকার বিভিন্ন প্রান্তে সিরিজের দৃশ্যধারণের কাজ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ। সিরিজটি নিয়ে তিনি আরও বলেন, পারিবারিক গল্পের সিরিজ এটি। নাটকে তো অনেক বিষয় থাকে আমরা দেখাতে পারি না। ওয়েব সিরিজে আমরা তা তুলে ধরতে পারি। এই গল্পটা দর্শকের পছন্দ হবে বলে আমি মনে করছি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।