এ প্রসঙ্গে সঞ্জয়লীলা বানশালির একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ট্রেলারটি প্রকাশের পর দর্শকদের আগ্রহ বেড়ে গেছে। এ কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ভিকম১৮ ছবিটি থ্রিডি ফরমেটে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওই সূত্র আরও জানায়, “সারা বিশ্বে এখন থ্রিডি ছবির চাহিদা বেশি। আমরা আশা করছি ‘পদ্মাবতী’র থ্রিডি ভার্সন বিশ্ববাজারে সফলতা পাবে। ভারত ছাড়াও ৯০টি দেশে মুক্তি দেওয়া হবে ছবিটি। ”
ছবিটির গল্পে দেখানো হবে ছিত্তোরগড় কেল্লায় সৈন্যসামন্ত নিয়ে হাজির হওয়া আলাউদ্দিন খিলজিকে ফিরিয়ে দেন রানী পদ্মিনী। এ চরিত্রে দীপিকা পাড়ুকোন ও আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং চরিত্রে আছেন শহিদ কাপুর। ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
** ‘পদ্মাবতী’ ছবির ট্রেলার
** ‘ঘুমর’ গানের ভিডিও
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বিএসকে/এসও