ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

আইনের দ্বারস্থ শাকিবের ‘বরবাদ’র প্রযোজক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
আইনের দ্বারস্থ শাকিবের ‘বরবাদ’র প্রযোজক

ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই লেগেছে পাইরেসির ধাক্কা।

মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।

বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের ফেসবুক পেজে এ বিষয়ে লেখা হয়েছে, ইতোমধ্যেই অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে। যা আমাদের পাইরেসি সিকিউরিটি টিম রিমুভ করতে সচেষ্ট হয়েছে। আমরা অতি দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। পাইরেসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।

এ বিষয়ে ব্যবস্থা নিতে মঙ্গলবার (০১ এপ্রিল) গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক সুমী। সাধারণ ডায়েরিতে তিনি জুড়ে দিয়েছেন ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ওয়েব সাইটের লিংক, যেগুলো থেকে বরবাদের ক্লিপস ছড়ানো হয়েছে। সাইবার ক্রাইমেও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

প্রযোজক বলেন, সিনেমাটি মুক্তির আগেই পাইরেসি রোধ করার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। সামাজিকমাধ্যমে যে সব ক্লিপস আপলোড হয়েছে, সেগুলো অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। যারা ফোন বা ক্যামেরা দিয়ে সিনেমা হল থেকে কপি করছেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। আজ সকালবেলা যখন দেখলাম, পুরো সিনেমার একটা কপি টেলিগ্রামে ঘুরছে, এটা আমাদের জন্য ভয়াবহ সংবাদ। এভাবে যদি পাইরেসি হয়ে যায়, তাহলে তো সিনেমা বানিয়ে লাভ নেই। সিনেমা হল মালিকেরা কীভাবে ব্যবসা করবে!

প্রযোজক অভিযোগ করেন, একটা নির্দিষ্ট গ্রুপ আমাদের পেছনে লেগে আছে। এখানে শুধু আমার বিজনেস নয়, সমস্ত হল মালিকের বিজনেসের ব্যাপার। যারা এভাবে পাইরেসি করছেন, তারা খুবই খারাপ কাজ করছেন। এখন আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা অলরেডি একটা জিডি করেছি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা করার প্রস্তুতি চলছে। যারা পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, যারা পাইরেসি করছেন, সিনেমার ক্লিপস অনলাইনে আপলোড করছেন সেটা দর্শক হোক বা কুচক্রী মহল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, আমাদের সঙ্গে এমনই কথা হয়েছে।

‘বরবাদ’ সিনেমাতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে রয়েছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১২০টি হলে চলছে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এনএটি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।