ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

বিজয় দিবস উপলক্ষে শিল্পী বিশ্বাসের ‘সবুজের বুকে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
বিজয় দিবস উপলক্ষে শিল্পী বিশ্বাসের ‘সবুজের বুকে’ শিল্পী বিশ্বাস

মহান বিজয় দিবস উপলক্ষে ‘সবুজের বুকে’ শিরোনামে নতুন দেশাত্মবোধক গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস।

সবুজের বুকে ওই লাল সূর্যের ছবিটা উড়ে/মাঠ, ঘাট ভেসে যায় জাতীয় সংগীতের মায়াবী সুরে- এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন গীতিকবি রাফিউজ্জামান রাফি। সুর-সংগীতায়োজনে সুমন কল্যাণ।

 

এই গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, ‘আমি শিল্পী মানুষ। মহান মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনা বীর ও শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গান আমার একমাত্র মাধ্যম। সেই শ্রদ্ধাবোধ ও ভালোবাসার জায়গা থেকেই গানটি গেয়েছি। গানটির কথাগুলো খুব ভালো লেগেছে আর সুমন কল্যাণের সুর ও সংগীতায়োজন আমি মুগ্ধ। আশা করছি, গানটি সবার ভাল লাগবে। ’ 

সুমন কল্যাণ বলেন, ‘দেশের গান করতে বরাবরই ভালো লাগে। দেশের গান করাটা দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। সেই ভালোবাসা থেকেই দেশের গান করা। শিল্পী বিশ্বাস বেশ ভালো গেয়েছে। ’

সোমবার (১৬ ডিসেম্বর) শিল্পী বিশ্বাসের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গান-ভিডিও ‘সবুজের বুকে’।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।