প্রতিবারের মতো এবারও অস্কারে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। দ্বিতীয়বারের মতো উপস্থাপক ছাড়া অনুষ্ঠিত হলো এই আসর।
এ আসরে প্রতিবারের মতো ২৪টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। সবাইকে চমকে দিয়ে ৯২তম আসরে সেরা সিনেমা হলো কোরিয়ান ভাষার সিনেমা ‘প্যারাসাইট’। এটি প্রথম বিদেশি ভাষার কোনো সিনেমা অস্কারে সেরার খেতাব পেলো। একই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন দক্ষিণ কোরিয়ার বং জুন-হো। এছাড়া এবারের আসরে ‘জুডে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠলো রেনে জেলওয়েজারের হাতে। আর ‘জোকার’ সিনেমার জন্য হোয়াকিন ফিনিক্স পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। রেড কার্পেটে অদ্ভুত ডিজাইনের পোশাকে হাজির হয়ে দর্শকদের চমকে দেন বিলি পোর্টার।
‘ওয়ান্স আপন অ্যা টাইম...ইন হলিউড’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা পুরস্কার পান ব্র্যাড পিট। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন গতবারের সেরা সহ-অভিনেত্রী রেজিনা কিং।
মায়া রুডোল্ফ এবং ক্রিস্টেন উইগ কৌতুক করে দর্শকদের মাতিয়ে রাখেন
‘ম্যারেজ স্টোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার গ্রহণের পর বাকরুদ্ধ হয়ে পড়েন লরা ডার্ন।
কণ্ঠের যাদুতে দর্শক মাতান সিনথিয়া আরিভো।
দর্শকদের আনন্দ দিতে বিড়াল ও বাঘের বেশে হাজির হন জেমস করডেন ও রেবেল উইলসন।
গান গেয়ে মাতিয়ে রাখেন এলটন জন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জেআইএম