ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রিচা চাঢা ও আলী ফজলের বিয়ে এপ্রিলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
রিচা চাঢা ও আলী ফজলের বিয়ে এপ্রিলে

বলিউড অভিনেত্রী রিচা চাঢা ও তার প্রেমিক-অভিনেতা আলী ফজল আগামী এপ্রিল মাসে দিল্লিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন। 

টাইমস অব ইন্ডিয়া জানায়, এপ্রিলের তৃতীয় সপ্তাহেই তাদের বিয়ে। চার বছরেরও বেশি সময় ধরে তারা প্রেম করছেন।

এবার তাদের প্রণয়কে পরিণয়ে পরিণত করার পালা।

জানা যায়, রিচা-আলীর বিয়ে হবে দিল্লিতে। সেখানে শুধু পরিবার-স্বজন ও বন্ধুরা উপস্থিত থাকবেন।  এরপর বলিউডের বন্ধুদের জন্য বড় আয়োজনে পার্টি হবে মুম্বাইয়ে। কয়েকদিনের মধ্যেই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হবে। তবে ১৫ এপ্রিল দিনটিই ক্যালেন্ডারে বেশি জ্বলজ্বল করছে।

২০১২ সালের ‘ফুকরি সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ হয় রিচা ও আলীর। তখন থেকেই তাদের বন্ধুত্ব। এরপর ২০১৫ সাল থেকে তাদের বন্ধুত্ব প্রেমে গড়ায়। আর তাদের সম্পর্কের ব্যাপারটা প্রকাশ্যে আসে ২০১৭ সালে। এবার তারা বড় কাজটিই সারতে যাচ্ছেন।  

শোনা যায়, রিচাকে দারুণ রোমান্টিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আলী ফজল। আর প্রস্তাব দেওয়ার জায়গা বেছে নিয়েছিলেন মালদ্বীপে। প্রস্তাব পাওয়ামাত্রই ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান রিচা। মাত্র কয়েকমাস আগেই ঘটেছে ঘটনাটি।

মালদ্বীপে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আলী ফজল

তবে বিয়ের আয়োজন নিয়ে তাদের সৃজনশীল চিন্তাভাবনা চলছেই। একটু ব্যতিক্রমী ভেন্যুতে চমকপ্রদ আয়োজন করতে চান রিচা ও আলী।  

আলী ফজল সম্পর্কে রিচা বলেন, আলী অত্যন্ত সহযোগী। তার চেয়ে ভালো আর কোনো মানুষকে আমি আমার জীবনে ভাবতে পারি না।  

এই জুটি প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন। গত মাসেও জাভেদ আখতারের জন্মদিনে একসঙ্গে মুখ দেখান তারা।

রিচা চাঢাকে আগামীতে বড় পর্দায় দেখা যাবে ‘ভোলি পাঞ্জাবন’ সিনেমায়, আর আলী ফজলের পরবর্তী সিনেমা ‘ডেথ অন দ্য নাইল’।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।