মাত্র কয়েকমাস আগেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন শাবানা আজমি। এখন বেশ সুস্থ হয়ে উঠেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শাবানা আজমি লেখেন, কাবুলের গুরুদুয়ারায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যে নিষ্পাপ শিখরা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে সমবেদনা জ্ঞাপন করছি। এখন অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।
সামাজিক মাধ্যমে শাবানার এই বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বহু ভক্ত-অনুরাগী। তবে এই পোস্টের প্রেক্ষিতে মন্তব্যকারীদের মধ্যে অনেকেই লিখেছেন, এজন্যই ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) দরকার। কয়েকজন আবার খোঁচাও মেরেছেন। লিখেছেন, আপনার স্বামীকে (জাভেদ আখতার) বোঝান, সিএএ কেন জরুরি।
উল্লেখ্য, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের অন্যতম সমালোচক ছিলেন জাভেদ আখতার। ওই আইনে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হয়ে ভারতে শরণার্থী হলে তাদের নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়। তাই আফগানিস্তানে এই হামলার পর অনেকেই এই আইনের প্রাসঙ্গিকতা টেনেছেন। তবে এসবের ধার ধারেননি বলিউডের প্রখ্যাত অভিনেত্রী।
পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শাবানা আজমিকে সবশেষ ‘রঙ্গোলি’ (২০১৯) সিনেমায় দেখা গেছে। তার পরবর্তী সিনেমা ‘শির কোর্মা’ চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমকেআর