ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

করোনা দুর্যোগে ধূমপান ছাড়লেন আফরান নিশো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
করোনা দুর্যোগে ধূমপান ছাড়লেন আফরান নিশো

চলমান করোনা দুর্যোগে বাসায় থেকেই সময় কাটাচ্ছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। আর বাসায় থেকে দারুণ এক খবর দিলেন এ অভিনেতা।

খবরটি হলো- ধূমপান ছেড়ে দিয়েছেন নিশো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানালেন তিনি।

সেখানে এ অভিনেতা লেখেন, কতজন মানুষ জীবিত আছেন? বলবেন কি? আওয়াজ দিয়েন। আওয়াজটা বড় হলে কলিজায় শান্তি পাবো হয়তো। মৃত্যুর কেলেঙ্কারিতে একটু দম নেওয়া, আর কি!

স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেতা আরও লেখেন, সবাই নাকি আজকাল মৃতের সংখ্যাটাই খোঁজে…।

এদিকে বাসায় থেকে নিজের পরিবারকেও সময় দিচ্ছেন নিশো। নিজের ইতিবাচক পরিবর্তনও করছেন তিনি। ছেড়ে দিয়েছেন দীর্ঘদিনের ধূমপান করার অভ্যাস।

এ প্রসঙ্গে নিশো জানিয়েছেন, আমি অনেকবার সিগারেট ছেড়ে দিতে চেয়েছিলাম। এই সময়টায় এসে সেটা পেরেছি। এক মাসের বেশি সময়ে একটা সিগারেটও ধরিনি। এই অভ্যাসটা ত্যাগ করেছি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।