ভিডিওচিত্রে সংবাদ সঞ্চালকরা বলেছেন, ‘আপনার ঘরের জানালা, হাসপাতালের অক্সিজেন ভেন্টিলেটরের চেয়েও উত্তম। ’
এ প্রসঙ্গে বাংলাভিশনের জ্যেষ্ঠ সংবাদ পাঠিকা সংগীতা খান বলেন, সংবাদ পাঠ করতে গিয়েই দেখতে পাচ্ছি, দুর্যোগ প্রতিরোধে মানুষকে নানাভাবেই ঘরে থাকতে বলা হলেও অনেকেই এ ব্যাপারে এখনও সচেতন নন।
নাদিরা আশরাফ বলেন, ‘দেশের করোনা যোদ্ধারা যারা ঝুঁকি মেনে নিয়েই নিয়মিত কাজ করে যাচ্ছেন, আমরাও তাদের দলেই। কোন ধরনের বিশেষ সুরক্ষা ব্যবস্থা না থাকলেও আমরা নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করে প্রতিদিনই কাজে যোগ দিচ্ছি। মানুষকে বলতে চাই, আমরা আপনাদের জন্য বাইরে আছি, আপনারা ঘরে থাকুন। এ বার্তাটি পৌঁছে দিতেই যার যার জায়গা থেকে এ উদ্যোগটি নিয়েছি।
এতে অংশ নিয়েছেন নাদিরা আশরাফ, সেলিনা তাওহিদ, জেবা রহমান, নাজিয়াত শাহরীন, নাহিদ জামান সোমা, সাদাত সাকের, সংগীতা খান, সিফাত শারমীন, আয়েশা নুসরাত, ফারহানা আহমেদ, রওশান কবির, রওনাক জাহান, বিপাশা মজুমদার, ফাতেমা জান্নাত ইরিন, সাকিলা ছোবহান।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
ওএফবি