ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মাকে হারালেন বলিউড অভিনেতা আলী ফজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ১৮, ২০২০
মাকে হারালেন বলিউড অভিনেতা আলী ফজল আলী ফজল ও তার মা

অভিনেতা আলী ফজলের মা বার্ধক্যজনিত জটিলতায় মারা গেছেন। বুধবার (১৭ জুন) উত্তর প্রদেশের লখনউতে তিনি মারা যান। টুইটারে মায়ের ছবি শেয়ার করে এ সংবাদ জানিয়েছেন ফজল নিজেই।

মায়ের ছবির ক্যাপশনে আলী ফজল লিখেছেন, ‘আমি বাকিটা সময় তোমার জন্যই বেঁচে থাকব। তোমার অভাববোধ করছি, আম্মা।

আমার সৃজনশীলতার উৎস ছিলে তুমি। তুমিই ছিলে আমার সবকিছু। ’

এ নিয়ে আলী ফজলের বান্ধবী ও অভিনেত্রী রিচা চাঢা, চিত্রনির্মাতা অনুভব সিনহাসহ শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।