ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সাফল্যের সুখস্মৃতি

ছোটবেলা থেকেই আমি ডাক্তার হতে চাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
ছোটবেলা থেকেই আমি ডাক্তার হতে চাই মায়ের সঙ্গে সুমাইয়া আক্তার সূচি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: আমার নাম সুমাইয়া আক্তার সূচি। আমার মা পারভিন আক্তার একজন গৃহিনী। বাবা শামসুল আলম ব্যবসায়ী। আমার বড় ভাই রাইসুল আলম প্রতীক বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছে।

আমি এবার সরকারি হেলেনাবাদ গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এ ফলাফলের জন্য মূলত আমার মা-বাবা শুরু থেকেই চেষ্টা করে আসছিলেন।

আমি কেবল আমার দিক থেকে চেষ্টা করেছি। এজন্য আমার স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা ম্যাডামেরও অনেক অবদান রয়েছে।

আমিসহ অন্য মেধাবীদের জন্য তিনি সব সময় বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া আমি বাসায় নিয়মিত ৭/৮ ঘণ্টা লেখা-পাড়া করেছি। নিয়মিত স্কুলে গিয়েছি। কোনো দিনই পড়া-লেখায় ফাঁকি দেয়নি। কারণ আমি ছোট বেলা থেকেই ডাক্তার হতে চাই। জানি ডাক্তারি পড়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে।

আমি যেন ডাক্তার হতে পারি সেজন্য আপনাদের সবার দোয়া কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএস/ওএইচ/জেডএম

** মা শুধু বলতেন ‘পড়তে বসো’
** ছোটবেলা থেকেই আমি ডাক্তার হতে চাই
** এ সফলতা আমার চেয়ে অনেক বেশি মায়ের
** পরিকল্পনা পূরণের জন্য মনোবলই প্রধান-অর্ঘ্য জ্যোতি বিশ্বাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।