ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাফল্যের সুখস্মৃতি

একজন আদর্শ মানুষ হতে চাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
একজন আদর্শ মানুষ হতে চাই মুনেম শাহরিয়ার উদয়/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: আমি মুনেম শাহরিয়ার উদয়। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি।

আমার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের খুশিউরা গ্রামে। মা জিনাত জাহান মর্জিনা একটি স্কুলে শিক্ষকতা করেন।

বাবা  আব্দুস সামাদ প্রাইভেট শিক্ষকতা করেন।  বর্তমানে নগরীর কাজিটুলা মক্তবগলি ডি/৬ বাসায় মা-বাবার সঙ্গে থাকি।

প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি-আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আজকে এসএসসির ফলাফলে আমি পাইলট স্কুল থেকে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি।

এ কৃতিত্বে আমার সঙ্গে মা-বাবাসহ পরিবারের সবাই অনেক খুশি হয়েছেন। এ সাফল্য শুধু আমার একার নয়। সব কৃতিত্ব আমার মা-বাবার। তারপর আসে প্রাণপ্রিয় শিক্ষক-শিক্ষিকাদের নাম। বিশেষ করে শওকত স্যার, রায়হান স্যার, সাদিক স্যার, ছালেহ স্যার আরও অনেকে।

সব শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ। বন্ধু হিসেবে অনিক, ফাহিম, তাকরিম, মাহদীসহ অনেকে আমাকে অনেকভাবে সাহায্য করেছেন। সর্বশেষে আমি সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন যেন আমি বড় হয়ে একজন আদর্শ মানুষ হতে পারি। কিছু হওয়ার আগে অন্তত আদর্শ মানুষ হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনইউ/ওএইচ/এমজেএফ

**
মা শুধু বলতেন ‘পড়তে বসো’
** ছোটবেলা থেকেই আমি ডাক্তার হতে চাই
** এ সফলতা আমার চেয়ে অনেক বেশি মায়ের
** পরিকল্পনা পূরণের জন্য মনোবলই প্রধান-অর্ঘ্য জ্যোতি বিশ্বাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।