ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফিচার

পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গলগ্রহ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জুলাই ২৬, ২০১৮
পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গলগ্রহ মঙ্গলগ্রহের সংগৃহীত ছবি

ঢাকা: গত ১৫ বছরের ইতিহাসে পৃথিবীর সবচেয়ে কাছে আসছে সৌরজগতের মঙ্গলগ্রহ। শুক্রবার (২৭ জুলাই) থেকে সোমবার (৩০ জুলাই) পর্যন্ত চারদিন পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকবে লালচে এ গ্রহটি। এতে এর সৌন্দর্য আরও বেশি দেখা যাবে। সঙ্গে অনেক বড়ও দেখাবে একে।

পৃথিবীর কাছাকাছি এলে খালি চোখে সহজেই মঙ্গলগ্রহের দেখা মিলবে বলে জানিয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা বলছে, কাছাকাছি এলে গ্রহটি অনেক বড় ও উজ্জ্বল দেখাবে।

এসময় পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে পাঁচ কোটি ৭৬ লাখ কিলোমিটার। যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব।

এদিকে, শুক্রবার দিনগত রাতে পৃথিবী থেকে শত বছরের দীর্ঘ চন্দ্রগ্রহণও দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।