ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মন জুড়ানো সূর্যমুখীর হাসি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ৮, ২০২০
মন জুড়ানো সূর্যমুখীর হাসি! ছবি: আদনান অলি

ঢাকা: সূর্যমুখী একবর্ষী ফুলগাছ। এই হলদে ফুলটি দেখতে কিছুটা সূর্যের মত। প্রতিদিন সকালে যখন আকাশে সূর্য উঠে, ঠিক তখন থেকে সূর্যের দিকে মুখ করে থাকে ফুলটি। এজন্য ফুলটিকে ডাকা হয় ‘সূর্যমুখী ফুল’ বলে। ফুলটি দিয়ে তেল হয়। বিশ্বজুড়ে সূর্যমুখীর তেল মানে-গুণে অনন্য। ফলে এর ব্যাপক চাহিদা। এদেশে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ শুরু হয়েছিল ষাটের দশক থেকে। এখন ফুলটি প্রায় সব জেলায় চাষ করা হচ্ছে। তবে উত্তরবঙ্গে সূর্যমুখী ফুলটি ব্যাপক হারে চাষ করা হয়।

ছবি: আদনান অলি
ঘাড় উঁচিয়ে হাসছে সূর্যমুখী ফুল।  

ছবি: আদনান অলি
সূর্য ওঠে গেছে তাই দলবেঁধে সূর্যমুখী ফুলের ঘাড় বাঁকানো শুরু।


 

ছবি: আদনান অলি
পরিপূর্ণ সূর্যমুখীর ফুল।

ছবি: আদনান অলি

দুই-একটি সূর্যমুখী ফুল সূর্যের পানে চেয়ে আছে।
 ছবি: আদনান অলি
সূর্যমুখী ফুলের মধু পানে ব্যস্ত একটি মৌমাছি।

ছবি: আদনান অলি

ক্ষেতজুড়ে চোখ ও মন জুড়ানো সূর্যমুখী ফুল।
 

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।