ব্যাপারটা অস্বাভাবিক মনে হলেও মোটেই অবাস্তব নয়। সংখ্যায় খুব কম হলেও পৃথিবীতে সাদা কাকও রয়েছে।
সাদা কাকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভারতের রাজধানী দিল্লির একটি রাস্তার পাশে কাকদের খাবার দিচ্ছেন এক ব্যক্তি। সেই খাবার খেতেই অন্যান্য কাকের সঙ্গে উড়ে আসে সাদা কাকটিও। তারপর রাস্তায় বসে, একটু উড়ে অন্যান্য কাকদের সঙ্গেও খাবার খেয়েছি পাখিটি।
ভিডিওটি ভাইরাল হতেই অনেকের মনে প্রশ্ন ঘুরছে, কাকের রং সাদা হলো কী করে? জানা গেছে, সাদা রঙের এই ধরনের কাককে বলা হয় ‘অ্যালবিনো ক্রো’। সাধারণত এই ধরনের কাকের ঠোঁট ও পা গোলাপি হয়ে থাকে। আফ্রিকা মহাদেশ ও আমেরিকায় সাদা-কালো কাক দেখা যায়, যাদের ‘পাইড ক্রো’ বলা হয়। তবে আমেরিকায় সম্পূর্ণ সাদা কাকের প্রজাতিও রয়েছে।
বিরল প্রজাতির এই কাক সচরাচর দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই সাদা কাকের ভিডিও দেখতে পেরে অনেকেই ব্যাপক আনন্দিত।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এইচএমএস/এমজেএফ