ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢাকার পথে চীনা মেডিক্যাল দল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুন ৮, ২০২০
ঢাকার পথে চীনা মেডিক্যাল দল

ঢাকা: চীন থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগের সেবা দিতে মেডিক্যাল দল ঢাকার পথে রওনা দিয়েছে।

সোমবার ( ৮ জুন) ১০ সদস্যের এই মেডিক্যাল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞদের স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ দুই দেশের অন্য কর্মকর্তারা।

বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিক্যাল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে আসছে। সোমবার সাড়ে ১১টায় দলটি ঢাকায় পৌঁছাবে। চীনা মেডিক্যাল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুন ৮, ২০২০ 
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।