ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফোন ধীরগতি মামলা নিষ্পত্তিতে ৫০০ মিলিয়ন ডলার গচ্চা অ্যাপলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
ফোন ধীরগতি মামলা নিষ্পত্তিতে ৫০০ মিলিয়ন ডলার গচ্চা অ্যাপলের

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজেদের পুরোনো মডেলের আইফোনে কৌশলে গতি কমিয়ে দিয়েছিল, যাতে করে ব্যবহারকারীরা তাদের নতুন ফোন কেনেন! কিন্তু ঘটেছে বিপত্তি। ধরা পড়ে ২৭ মিলিয়ন ডলার জরিমানা গুনেও নিস্তার পায়নি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হয়ে যায় মামলা। এবার সেই মামলা নিষ্পত্তির জন্যও প্রায় অর্ধ বিলিয়ন ডলার জরিমানা দিতে হচ্ছে বিশ্বখ্যাত কোম্পানিটিকে।

সম্প্রতি পুরোনো মডেলের আইফোনে গতি কমিয়ে দিয়ে ব্যবহারকারীদের নতুন ফোন কিনতে বাধ্য করার অভিযোগে হওয়া ক্লাস অ্যাকশন মামলাটি নিষ্পত্তির জন্য এ অর্থ পরিশোধ করতে রাজিও হয়েছে অ্যাপল। যদিও বিষয়টি এখনও স্যান জোসের আদালতের অনুমোদন পায়নি।

তবে প্রস্তাবিত নিষ্পত্তি প্রকাশ পেয়েছে একটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গতি কমিয়ে দেওয়া প্রতি আইফোনের জন্য অ্যাপলকে ২৫ ডলার করে জরিমানা পরিশোধ করতে হবে। যা পরে সমন্বয় করা হবে। যদিও কী পরিমাণ আইফোনের বিপরীতে এ জরিমানা হবে, তা নির্ধারণ করা হয়নি এখনও। এটা নির্ধারিত হলেই জরিমানার নির্দিষ্ট পরিমাণ বলা যাবে। তবে কমপক্ষে ৩১০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। অবশ্য অ্যাপল এরইমধ্যে ৫০০ মিলিয়ন ডলার দিয়ে মামলা নিষ্পত্তি করতে রাজি হয়ে গেছে।

আইফোন ৬, ৬-প্লাস, ৬-এস, ৬-এস প্লাস, ৭-প্লাস অথবা এসই মডেলের যেগুলো আইওএস ১০.২.১ অথবা তার পরের অপারেটিং সিস্টেমে চলছে, সেগুলোর ব্যবহারকারীরা ফোন ধীরগতি হওয়ার অভিযোগ করেন অ্যাপলের বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে অ্যাপলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে প্রাথমিকভাবে জনসম্মুখে কোনো ধরনের মন্তব্য করেনি অ্যাপল।

এর আগে ব্যবহারকারীদের না জানিয়ে ইচ্ছে করে আইফোনের পুরোনো মডেলে গতি কমিয়ে দেওয়ার কারণে ২৫ মিলিয়ন ইউরো (প্রায় দুই কোটি ৭০ লাখ ডলার) জরিমানা করা হয় অ্যাপলকে। ফ্রান্সের প্রতিযোগিতা ও প্রতারণা বিষয়ক তদারকি সংস্থা ডিজিসিসিআরএফ এ জরিমানা আরোপ করেছিল।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।