ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪ ঘণ্টায় স্মার্টফোন ফ্রি হোম ডেলিভারি দেবে ডিএক্সটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২০
৪ ঘণ্টায় স্মার্টফোন ফ্রি হোম ডেলিভারি দেবে ডিএক্সটেল ডিএক্সটেল

ঢাকা: ডিএক্সটেল (www.dx.com.bd/shop) থেকে শাওমির বিভিন্ন মডেলের স্মার্টফোন কিনলে ঢাকার গ্রাহকরা সর্বোচ্চ চার ঘণ্টার মধ্যে ‘ফ্রি হোম ডেলিভারি’ পাবেন। গ্রাহকদের জন্য এমনই একটি অফার চালু করেছে দেশের বাজারে শাওমির স্মার্টফোন এবং যন্ত্রাংশের এক্সক্লুসিভ ব্র্যান্ড রিটেইল চেইন ডিএক্স টেল লিমিটেড। চার ঘণ্টার মধ্যে আপনার কাঙিক্ষত স্মার্টফোনটি হাতে পেতে অর্ডার দিতে হবে প্রতিদিন দুপুর ১২টার মধ্যে।

সোমবার (১৮ মে) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় এমনটাই।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, করোনা ভাইরাসের এই সময়ে ক্রেতাদের সুরক্ষা এবং চাহিদার কথা ভেবে আমরা এই ‘ডি এক্সপ্রেস ডেলিভারি’ ক্যাম্পেইনটি চালু করেছি।

ক্রেতারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে তাদের পছন্দের শাওমি স্মার্টফোন অর্ডার করতে পারবেন। ফোন পেতে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। তবে ঢাকার গ্রাহকেরা তাদের পণ্য প্রতিদিন দুপুর ১২টার মধ্যে অর্ডার করলে সেদিনই চার ঘণ্টাই পেয়ে যাবেন।

ক্রেতারা ফেসবুক পেজ, ওয়েবসাইটের মাধ্যমে এবং ফোন করেও অর্ডার করতে পারবেন। স্মার্টফোনের মূল্য পরিশোধ করা যাবে ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশের মাধ্যমে। ঘরে বসে হাতে ফোন বুঝে পেয়েও দাম পরিশোধ (ক্যাশ অন ডেলিভারি) করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।

ডিএক্সটেল সারা দেশব্যাপী এখন ৪০টির ও অধিক জেলা পর্যায়ে ৫০ টিরও বেশি শাওমির এক্সক্লুসিভ স্টোর।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১৮, ২০২০
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।