বিকাশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট কিনতে বিকাশ অ্যাপের ‘টিকিট অপশন’ নির্বাচন করতে হয়। বাংলাদেশ রেলওয়ের টিকিট কিনতে ট্রেন টিকিট ক্লিক করেই সহজেই যাত্রার তারিখ, আসন সংখ্যা, প্রভৃতি নির্বাচন করে টিকিট কিনতে পারেন বিকাশ গ্রাহকরা।
বিভিন্ন রুটে সীমিত পরিসরে চালু হয়েছে বাসসেবা। বিকাশের টিকিট অপশন থেকে বিডিটিকিটসের মাধ্যমে ৪৫ টি বাস সেবাদানকারী প্রতিষ্ঠানের টিকিট কিনতে পারেন গ্রাহক। লঞ্চ এবং বিমানের ক্ষেত্রেও বিকাশ অ্যাপ থেকে বিডিটিকেটসের মাধ্যমে টিকিট কিনতে পারবেন গ্রাহক। দেশের ভেতরে অভ্যন্তরীণ রুটগুলোর বিমান টিকিট মিলছে নভোএয়ার, ইউএসবাংলা এবং বাংলাদেশ বিমানের। বিকাশ অ্যাপ থেকে বিডিটেকটসের মাধ্যমেই এসব টিকিট কিনতে পারছেন গ্রাহক।
জরুরি প্রয়োজনে যাদের এইসময়েও ভ্রমণ করতে হচ্ছে তাদের জন্য বিকাশের এ সেবা স্বস্তি বয়ে এনেছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসই/ওএইচ/