মঙ্গলবার (১ আগস্ট) বিকেল তিনটায় সংসদের অধিবেশন বসতে পারে বলে রাষ্ট্রপতি দপ্তরের সূত্রে জানা গেছে।
পানামা পেপার্স মামলায় সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার পর রাষ্ট্রপতি মামনুন হুসাইন এ সিদ্ধান্ত নিলেন।
প্রধানমন্ত্রীর পদে নির্বাচনের জন্য রোববার (৩০ জুলাই) বেলা ৩টা থেকে সোমবার (৩১ জুলাই) বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র জমা পড়ার পর তা বাছাই করবেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক।
নওয়াজ শরীফের দল সাবেক জ্বালানি মন্ত্রী শাহীদ খাকান আব্বাসীকে দলের প্রার্থী হিসেবে ঠিক করেছেন।
অন্যদিকে, বিরোধী পক্ষের প্রার্থী হিসেবে আওয়ামী মুসলিম লীগের সভাপতি শেখ রশীদ আহমেদকে সমর্থন দিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বাংলাদেশ সময় ০৬১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এএম/এসআরএস