হংকং নিয়ে অত্যন্ত আপত্তিকর আচরণের কারণে কয়েক মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
গত মাসে চীন ও হংকংয়ের ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞার খবর এলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানান।
হংকং-সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ নিলে চীন তার জবাবে কঠোর ও পাল্টা প্রতিক্রিয়া দেখাবে বলে জানিয়েছেন গুয়ো জিয়াকুন।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। একদিকে যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক আরোপ করছে। চীন আবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে। চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেই নতুন এই নিষেধাজ্ঞার খবর এলো।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আরএইচ