স্থানীয় সংবাদ মাধ্যমে তাৎক্ষণিকভাবে এতে পাঁচজন নিহতের খবর পাওয়া গেলেও সময় বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ সময় বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭ টা ৫০ মিনিটে এ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে দেশটির রাজধানীসহ অন্যান্য এলাকায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে বহু সংখ্যক মানুষ চাপা পড়েছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিভাগের পরিচালক লুইস ফিলিপ পুন্তে স্থানীয় একটি টেলিভিশনে বলেন, মেক্সিকো সিটিতে ভূমিকম্পের প্রভাবে কয়েকটি ভবনে আগুন লেগে যাওয়ায় মানুষজন আটকা পড়েছেন।
তবে এখন পর্যন্ত মেক্সিকো সিটির দক্ষিণে মোরালেস প্রদেশে সবচেয়ে বড় মৃত্যুর ঘটনাটি ঘটেছে, যেখানে কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
এদিকে পুয়েবলার গভর্নর বলেন, তার রাজ্যে কমপক্ষে ২৯ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া মেক্সিকো সিটিতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন মেয়র মিগুয়েল এঞ্জেল মান্কারা।
এর আগে, ১৯৮৫ সালে শক্তিশালী এক ভূমিকম্পে মেক্সিকোতে ১০ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ওই ঘটনার ৩২ বছর পূর্তির দিনে মেক্সিকো সিটিতে মহড়া চলাকালে এই ভূমিকম্প হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়া চলতি মাসের ৭ তারিখেও মেক্সিকোতে ৮ দশমিক ১ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯০ জনের মৃত্যু হয়।
** মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬৫
বাংলাদেশ সময় : ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭/ আপডেটেড ০৫৪০ ঘণ্টা/আপডেট: ০৭৫২ ঘণ্টা।
এসআইজে/ এসও/আরআইএস/