অনেক খোঁজাখুঁজির পর ঘরের দেয়াল ভেঙে যা দেখা যায়, তাতে চক্ষু চড়কগাছ সবার! ঘাপটি মেরে ওই ঘরে বাসা বেঁধেছিল প্রায় ৮০ হাজার মৌমাছি। তাদের শব্দেই ঘুম হারাম ওই দম্পতির।
সম্প্রতি স্পেনের গ্রানাডা শহরের আন্দালুসিয়ায় ঘটেছে এ ঘটনা।
মৌমাছি বিশেষজ্ঞ সার্জিও গুয়েরিরো বলেন, ওই দম্পতি বছরখানেক আগে বাড়িতে প্রথমবারের মতো মৌমাছি দেখতে পান। কিন্তু সেসময় পুলিশ, দমকলকর্মী বা স্থানীয় কেউই মৌচাক খুঁজে পাননি।
তিনি বলেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। প্রায় তিন মাস আগে শব্দের পরিমাণ অসহ্য পর্যায়ে চলে যায়।
‘গত ১২ মে ওই বাড়িতে আমরা আবার তল্লাশি চালাই। এদিন বেডরুমের দেয়ালের ভেতর প্রায় ৮০ হাজার মৌমাছির বাসা খুঁজে পাই। ’
এ মৌমাছি বিশেষজ্ঞ বলেন, মৌচাকটি এতটাই বড় ছিল যে, বোঝা যাচ্ছে, তারা ওখানে বেশ কয়েক বছর ধরেই বাসা বেঁধেছে। এলাকায় প্রচুর ফুল থাকায় মৌচাকটি এত বড় হতে পেরেছে।
বিশ্বব্যাপী মৌমাছির সংখ্যা আশঙ্কাজনক হারে কমলেও ব্যতিক্রম ইউরোপের দেশ স্পেন। সেখানকার জনগণ মৌমাছি রক্ষায় বেশ সচেতন। ফলে দেশটিতে দিন দিন মৌমাছির সংখ্যা বাড়ছে।
গুয়েরিরো জানান, তিনি আগের চেয়ে এবছর মৌমাছি উদ্ধারের জন্য বেশি ডাক পাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে, আন্দালুসিয়ায় মৌমাছিরা সুখেই আছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
একে