ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘নেভি ডে’ কুচকাওয়াজে নৌ-শক্তি দেখালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
‘নেভি ডে’ কুচকাওয়াজে নৌ-শক্তি দেখালো রাশিয়া রুশ নৌ-বহরের কয়েকটি যুদ্ধজাহাজ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বে ‘সুপার পাওয়ার’ হিসেবে আবারও মাথা তুলে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি বিভিন্ন উপলক্ষেই তাদের সমরাস্ত্রের প্রদর্শনী করে বিশ্বকে সেজন্য সক্ষমতা দেখিয়ে আসছে।

রোববার (২৮ জুলাই) ‘নেভি ডে’ উপলক্ষেও এমন সমরশক্তি দেখালো রাশিয়া।

দিবসটি উদযাপনে চোখধাঁধানো যুদ্ধজাহাজের কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া আর অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনে দেশবাসীকে মাতিয়েছেন রাশিয়ার নৌ-বাহিনীর কর্মকর্তারা।

কেবল দেশে নয়, বিদেশের মাটিতেও রুশ সামরিক বাহিনী উদযাপন করেছে এ দিবস।  কুচকাওয়াজের সময় জাহাজের ওপর দিয়ে চক্কর দেয় যুদ্ধবিমান।                                          ছবি: সংগৃহীত ‘নেভি ডে’ রাশিয়ার জাতীয় দিবসগুলোর অন্যতম। এটি প্রতিবছর জুলাইয়ের শেষ রোববার উদযাপিত হয়। রুশ নৌ-বাহিনীর রয়েছে তিন শতাব্দীর গৌরবোজ্জ্বল ইতিহাস। বাহিনীর অর্জন ও শক্তিমত্তাকে সম্মান জানাতেই দেশটি এ দিবস পালন করে আসছে ১৯৩৯ সাল থেকে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দিবসটি উপলক্ষে বাল্টিক সাগরের সেন্ট পিটার্সবার্গ উপকূলে রুশ নৌ-বাহিনীর চারটি বহরের ৪৩টি জাহাজ প্যারেডে অংশ নেয়। একইসঙ্গে নৌ-বাহিনী পরিচালিত আধুনিক যুদ্ধবিমান এসইউ-৩০এসএম এবং বিই-১২ উভচর অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমানও অংশ নেয় প্যারেডে। প্রায় ৪ হাজারের মতো নাবিক তাদের প্যালেস স্কয়ারে ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নেন।  কুচাকাওয়াজে অংশ নেয় ৪৩টি যুদ্ধজাহাজ।  ছবি: সংগৃহীতঅন্যদিকে ‘নেভি ডে’ উদযাপন করে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌ-বহরও। এ প্যারেডে অংশ নেওয়ার জন্য দেশটির মিত্র ভারত ও ঘনিষ্ঠ বাণিজ্য সহযোগী চীন দু্’টি যুদ্ধজাহাজ রাশিয়া পাঠায়। রাশিয়ার ভ্লাদিভস্তকে ভিয়েতনাম ও ফিলিপাইনও পাঠায় দু’টি যুদ্ধজাহাজ।

রাশিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিতে ছোট পরিসরে ‘নেভি ডে’ উদযাপন হয়। সেখানে এসইউ-৩৫ ফাইটার জেট, এসইউ-৩৪ গ্রাউন্ড অ্যাটাক প্লেনসহ বিভিন্ন যুদ্ধবিমান ৯টি জাহাজের ওপর দিয়ে চক্কর দেয়। উদযাপনে অংশ নেন সামরিক ঘাঁটিতে থাকা প্রায় ৫শ’ রুশ সৈন্য।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এইচএডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।