রোববার (২৮ জুলাই) ‘নেভি ডে’ উপলক্ষেও এমন সমরশক্তি দেখালো রাশিয়া।
দিবসটি উদযাপনে চোখধাঁধানো যুদ্ধজাহাজের কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া আর অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনে দেশবাসীকে মাতিয়েছেন রাশিয়ার নৌ-বাহিনীর কর্মকর্তারা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দিবসটি উপলক্ষে বাল্টিক সাগরের সেন্ট পিটার্সবার্গ উপকূলে রুশ নৌ-বাহিনীর চারটি বহরের ৪৩টি জাহাজ প্যারেডে অংশ নেয়। একইসঙ্গে নৌ-বাহিনী পরিচালিত আধুনিক যুদ্ধবিমান এসইউ-৩০এসএম এবং বিই-১২ উভচর অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমানও অংশ নেয় প্যারেডে। প্রায় ৪ হাজারের মতো নাবিক তাদের প্যালেস স্কয়ারে ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নেন। অন্যদিকে ‘নেভি ডে’ উদযাপন করে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌ-বহরও। এ প্যারেডে অংশ নেওয়ার জন্য দেশটির মিত্র ভারত ও ঘনিষ্ঠ বাণিজ্য সহযোগী চীন দু্’টি যুদ্ধজাহাজ রাশিয়া পাঠায়। রাশিয়ার ভ্লাদিভস্তকে ভিয়েতনাম ও ফিলিপাইনও পাঠায় দু’টি যুদ্ধজাহাজ।
রাশিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিতে ছোট পরিসরে ‘নেভি ডে’ উদযাপন হয়। সেখানে এসইউ-৩৫ ফাইটার জেট, এসইউ-৩৪ গ্রাউন্ড অ্যাটাক প্লেনসহ বিভিন্ন যুদ্ধবিমান ৯টি জাহাজের ওপর দিয়ে চক্কর দেয়। উদযাপনে অংশ নেন সামরিক ঘাঁটিতে থাকা প্রায় ৫শ’ রুশ সৈন্য।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এইচএডি/এইচএ/