ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দার্জিলিংয়ে ১০ কিলোমিটার ‘জগিং’ করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
দার্জিলিংয়ে ১০ কিলোমিটার ‘জগিং’ করলেন মমতা দার্জিলিংয়ে ‘জগিং’ করলেন মমতা। ছবি: সংগৃহীত

সাদামাটা জীবনযাপনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ নন্দিত। স্বাস্থ্য সচেতন এই নেত্রী হাঁটেন নিয়মিত। ‘বাংলার দিদি’কে এবার রাজ্যের পর্যটন কেন্দ্র দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় ‘জগিং’ করতে দেখা গেছে।

৬৪ বছর বয়সী মমতা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পাহাড়ি রাস্তায় ১০ কিলোমিটার জগিং করে সবাইকে চমকে দিয়েছেন। এসময় কয়েকজন সঙ্গী ও সাংবাদিক তার সঙ্গে ছিলেন।

বন সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য মমতা এ কাজ করেন।  

সংবাদমাধ্যম জানায়, ‘ক্লাইমেট অ্যাকশন ডে’ উপলক্ষে এক আয়োজনের অংশ হিসেবে মমতা কুরসং থেকে মাহানদী এলাকা পর্যন্ত নিম্নমুখী সড়ক ধরে টানা পাঁচ কিলোমিটার জগিং করেন। উর্ধ্বমুখী সড়ক ধরে ফেরার সময়ও তিনি পাঁচ কিলোমিটার জগিং করেন।

এসময় তিনি স্থানীয় বাসিন্দা ও শিশুদের সঙ্গে পরিবেশ সংরক্ষণ বিষয়ে অনেক আলাপ-আলোচনা করেন।  

দিবসটি উপলক্ষে সেদিন সকালে এক টুইটে পরিবেশ রক্ষায় বন সংরক্ষণের আহ্বান জানান মমতা।  

দার্জিলিংয়ের অনুষ্ঠান শেষে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মমতার কলকাতায় ফেরার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এফএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।