স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলীয় শহর চিতার গোর্নি এলাকার একটি সেনাঘাঁটিতে এ গুলির ঘটনা ঘটে।
রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনায় অভিযুক্ত সেনাসদস্যকে আটক করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কর্তব্যের পালাবদলের সময় এ ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে।
এর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে কারতাপোলভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে উপ-প্রতিরক্ষামন্ত্রী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, রাশিয়ায় ১৮ থেকে ২৭ বছর বয়সী পুরুষ নাগরিকের জন্য সেনাবাহিনীতে একবছর কাজ করা বাধ্যতামূলক। এরপর তারা চাইলে পেশাদার চুক্তি করতে পারেন।
খবরে বলা হয়, রাশিয়ার সৈন্য বাহিনীর মধ্যে সহিংসতা ও বুলিংয়ের ঘটনা প্রায়ই ঘটে। সাধারণত ‘বাধ্যতামূলকভাবে’ যোগ দেওয়া সেনাসদস্যরাই এর শিকার হন বেশি।
কোনোভাবে বুলিংয়ের সঙ্গে সেনাসদস্যের গুলির ঘটনাটি জড়িত কি-না তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএ/