ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় এক বন্দিকে মুক্তি দিল হামাস

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, মে ১২, ২০২৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় এক বন্দিকে মুক্তি দিল হামাস

ইসরায়েলকে এড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পর এক বন্দিকে মুক্তি দিল হামাস। মুক্তি পাওয়া বন্দির নাম এডান আলেকজান্ডার।

তার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।   

২১ বছর বয়সী এই সেনাকে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রেড ক্রস ইতোমধ্যে আলেকজান্ডারকে গাজার অভ্যন্তরে অবস্থানরত তাদের বিশেষ বাহিনীর কাছে নিয়ে যাচ্ছে, যেখান থেকে তাকে নিরাপদে গাজার বাইরে আনা হবে।

এই মুক্তির ঘটনাটি কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সম্পন্ন হয়েছে; হামাস কোনো জনসমক্ষে অনুষ্ঠান না করে সরাসরি বন্দি হস্তান্তর করে। তবে এই পদক্ষেপকে হামাস শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে তুলে ধরেছে।

হামাস জানিয়েছে, তারা অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু করতে প্রস্তুত। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে—ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়া, বন্দি বিনিময়ের মাধ্যমে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি, এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন।

এদিকে, তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ার’-এ বহু ইসরায়েলি নাগরিক একত্রিত হয়ে অপেক্ষা করছিলেন এডান আলেকজান্ডারের মুক্তির খবরের। তার মুক্তির খবরে স্বজন ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।