দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক মানুষ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তামিলনাড়ুর কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে এ দুর্ঘটনা ঘটে। বিজয়ের রাজ্য সফর উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে ৩০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। তবে পুলিশ অনুমতি দিয়েছিল সর্বোচ্চ ৩০ হাজারের জন্য।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অনুমতির দ্বিগুণ মানুষ ভিড় করায় মঞ্চের চারপাশের ব্যারিকেড ভেঙে পড়ে। দীর্ঘ ছয় ঘণ্টা দেরিতে বিজয় সমাবেশস্থলে পৌঁছালে জনতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। অতিরিক্ত চাপে বহু মানুষ দমবন্ধ হয়ে মারা যান। অনেক শিশু বাবা-মাকে হারিয়ে ফেলে।
পরিস্থিতি বেগতিক দেখে বিজয় নিজের বক্তব্য বন্ধ করে অসুস্থদের পানি দেন এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করার আহ্বান জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। এই শোক ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী এবং শিশুদের মধ্যে ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে রয়েছে। আহতদের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারী চিকিৎসাধীন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে এবং ঘটনাটির কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করেছেন।
দলের একাংশ জানিয়েছে, থালাপতি বিজয়ের এই সমাবেশ ছিল তার চলমান রাজ্য সফরের অংশ। ভক্তদের অতি উৎসাহ ও বিপুল উপস্থিতির কারণেই এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সম্প্রতি অভিনয়জীবনের সমাপ্তি ঘোষণা করেছেন বিজয়। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার শেষ সিনেমা ‘জন নায়ক’, যা তার ক্যারিয়ারের ৬৯তম ছবি। এতে তাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। ২০২৬ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এজন্য নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগামের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে মনোযোগ দিচ্ছেন এই দক্ষিণী সুপারস্টার।
সূত্র: পিংক ভিলা