ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের মতো বাগদাদীর ভাগ্যেও ‘সলিল সমাধি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
লাদেনের মতো বাগদাদীর ভাগ্যেও ‘সলিল সমাধি’ আবু বকর আল বাগদাদী। ছবি: সংগৃহীত

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মতো ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদীর মরদেহও সাগরে সমাহিত করা হয়েছে। 

পেন্টাগনের এক সামরিক কর্মকর্তার বরাতে সোমবার (২৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

জেনারেল মার্ক মিলে বলেন, বাগদাদীর দেহাবশেষের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে, কোথায় ও কখন সমাহিত করা হয়েছে, এ বিষয়ে কিছু জানাননি তিনি। এছাড়া, বাগদাদীর মরদেহের কোনো ছবি প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।

গত রোববার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বাগদাদীর কিছু ছবি প্রকাশ করা হতে পারে। পরে এ বিষয়ে আর কিছু বলা হয়নি।  

এদিকে, সিরিয়ায় বাগদাদীর ঘাঁটিতে মার্কিন সেনাদের অভিযানে দু’জনকে আটক করা হয়েছে। তারা আইএসের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পেন্টাগন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

শনিবার সিরিয়ার ইদলিবে মার্কিন সেনা অভিযানকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ নিহত হন জঙ্গিনেতা বাগদাদী।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন সেনাদের হামলার মুখে সুড়ঙ্গের ভেতর দৌড়ে পালান বাগদাদী, সঙ্গে তিন শিশুসন্তানকেও টেনে নিয়ে যান তিনি। তাদের মার্কিন সেনাবাহিনীর কুকুর ধাওয়া করেছিল। এসময় ভেতর থেকে অনবরত চিৎকার ও কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। একপর্যায়ে তারা এমন এক জায়গায় পৌঁছান, যেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না। সেসময় গায়ে থাকা সুইসাইড ভেস্টে বিস্ফোরণ ঘটান এই আইএস নেতা।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
কেএসডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।