ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বৃহত্তম ফুল-গালিচার রেকর্ড দুবাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
বৃহত্তম ফুল-গালিচার রেকর্ড দুবাইয়ের ফ্লাওয়ারস অব টলারেন্স। ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ফুল-গালিচা হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে দুবাইয়ের ‘ফ্লাওয়ারস অব টলারেন্স’ (সহনশীলতার ফুল)। এত দিন এই রেকর্ড ছিল ইতালির হাতে। সেটি ভেঙে দিয়েছে দুবাই ফেস্টিভ্যাল সিটির উৎসবে হাজার হাজার ফুল দিয়ে বানানো বিশাল গালিচা।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত শুক্রবার (২২ নভেম্বর) দুবাইয়ের উৎসবে তৈরি করা হয়েছিল ৫ হাজার ৪২৬ দশমিক ৬৫ বর্গমিটার আয়তনের বিশাল ফুলেল গালিচা। এর আগে ২০১৬ সালে ৩ হাজার ৯৮০ দশমিক ৮৪ বর্গমিটার ফুল-গালিচা তৈরি করে রেকর্ড গড়েছিল ইতালি।

দুবাই ফেস্টিভ্যাল সিটির ওই অনুষ্ঠানের আহ্বায়ক অনুপ অনীল দেভান বলেন, আমাদের লক্ষ্য ছিল এক লাখ বর্গফুট (৯২৯০.৩০ বর্গমিটার) গালিচা তৈরি করা। কিন্তু দুর্ভাগ্যবশত সাত টনের মতো (সাত হাজার কেজি) ফুল পরিবহনের সময় নষ্ট হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।

জানা যায়, ভারতের ব্যাঙ্গালুরু থেকে ৪১ হাজার ৪৪৪ কেজি গাঁদা ফুল পাঠানো হয়েছিল দুবাইয়ের অনুষ্ঠানের জন্য। প্লেনে বিশেষ ব্যবস্থায় এসব ফুল নিয়ে যাওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।