ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের আসরে নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
বিয়ের আসরে নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মালদহে একটি গণবিয়ের আসরে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে একটি প্রকল্পের আওতায় ২০০ আদিবাসী তরুণীর বিয়ের আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন তৃণমূল নেত্রী।

আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানে নাচ একটি রীতি। গণবিবাহের অনুষ্ঠানে আদিবাসীরা যখন মাদলের তালে নাচ করছিলেন, তখনই মঞ্চ থেকে নিচে নেমে আসেন মমতা।  

আদিবাসীদের চাদর গায়ে জড়িয়ে, হাতে হাত ধরে তাদের সঙ্গে নাচের তালে পা মেলান তিনি।

পরে নীল রঙের ওই চাদর আপামণ্যু হান্ডি নামে এক আদিবাসীকে দান করেন মমতা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাদর পেয়ে খুশিতে কেঁদে ফেলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।