ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন চেয়ে হাইকোর্টে রিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা: পরিবহন শ্রমিকদের অব্যাহত ধর্মঘট ও সড়ক অবরোধের প্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন নামানোর নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে যেসব যানবাহন রাস্তায় নামবে না সেসব যানবাহনের লাইসেন্স বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন ‍আইনজীবী বুধবার ( ১ মার্চ) এ রিট দায়ের করেন।  রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

এ ব্যাপারে মনজিল মোরসেদ বাংলানিউজকে জানান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হয়েছে। আদালত এ ব্যাপারে শুনানির জন্য দুপুর ২টায় সময় নির্ধারণ করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।