মঙ্গলবার (০৯ এপ্রিল) এ্যানির ফৌজদারি রিভিশনের ওপর রুল শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ মামলাটি সিএভি (যেকোনো দিন রায়) করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
পরে আমিন উদ্দিন মানিক জানান, ২০১৬ সনের ১ সেপ্টেম্বর হাইকোর্ট বিচারিক আদালতে মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিতসহ মামলার দায় হতে দরখাস্তকারীকে কেন অব্যাহতি দেওয়া হবে না, সেই মর্মে ৪ সপ্তাহের রুল জারি করেছিলেন। ওই বছরের ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে এ ফৌজদারি রিভিশন মামলা দায়ের করেন।
২০১৪ সনের ৯ অক্টোবর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ রমনা থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ইএস/এমজেএফ