ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মামলা বাতিলে এ্যানির আবেদনের রায় যেকোনো দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
মামলা বাতিলে এ্যানির আবেদনের রায় যেকোনো দিন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলা বাতিল চেয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আবেদনের ওপর শুনানি শেষ হয়ছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) এ্যানির ফৌজদারি রিভিশনের ওপর রুল শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ মামলাটি সিএভি (যেকোনো দিন রায়) করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

পরে আমিন উদ্দিন মানিক জানান, ২০১৬ সনের ১ সেপ্টেম্বর হাইকোর্ট বিচারিক আদালতে মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিতসহ মামলার দায় হতে দরখাস্তকারীকে কেন অব্যাহতি দেওয়া হবে না, সেই মর্মে ৪ সপ্তাহের রুল জারি করেছিলেন। ওই বছরের ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে এ ফৌজদারি রিভিশন মামলা দায়ের করেন।

২০১৪ সনের ৯ অক্টোবর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ রমনা থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ