গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম।
এর আগে চলতি বছরের ১২ মে মাসে অভিযোগপত্র অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
রোববার (২৮ জুলাই) বাংলানিউজকে বিষয়টি জানান আদালতের জিআরও রকিব উদ্দিন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত করা মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আসামিদের মধ্যে প্রথম চারজন পলাতক রয়েছেন, পরের চারজন কারাগারে রয়েছেন পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইডের সাবেক কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা দায়ের করেন এবং সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম অস্ত্র আইন অপর আরও একটি মামলাটি দায়ের করেন।
নিহত জুলহাস বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন ও নিহত তনয় লোক নাট্যদলের শিশু সংগঠন নাট্য পিপলস থিয়েটারে জড়িত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএআর/এএটি