ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

বনানীর টাওয়ারে অগ্নিকাণ্ড: এক মালিকসহ তিনজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
বনানীর টাওয়ারে অগ্নিকাণ্ড: এক মালিকসহ তিনজন কারাগারে

ঢাকা: বনানীর একটি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক মামলায় ওই টাওয়ারের অন্যতম মালিক এসএমএইচআই ফারুকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

হাইকোর্টের আদেশে রোববার (১৭ নভেম্বর) তারা ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসএমএইচআই ফারুক ছাড়া অপর দুই আসামি হলেন রাজউকের সাবেক ইমারত পরিদর্শক আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) ও শওকত আলী।

গত ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন দিনে এই তিনজন একই আদালত থেকে জামিন পান। সেই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। গত ৫ নভেম্বর হাইকোর্ট তাদের জামিন বাতিল করে আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল গত ১১ নভেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
কেআই/একে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।