তারা হলেন- চালক রাসেল মিয়া (২৮) ও তার সহকারী জাহাঙ্গীর আলম (২৩)।
সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে রোববার দুপুর ১২টার দিকে তাদের গ্রেফতার করে র্যাব-২ এর সদস্যরা। এরপর মাদক আইনে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি মামলা করা হয়।
র্যাব জানায়, কক্সবাজার থেকে ট্রাকে ইয়াবা আসছে এমন তথ্যের ভিত্তিতে রোববার সকালে নিউমার্কেটের সামনে চেকপোস্ট বসায় র্যাব-২ এর সদস্যরা। দুপুর পৌনে ১২টার দিকে ওই ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় চালক ও তার সহকারীর পকেট থেকে ৬ হাজার ১০০ পিস ইয়াব উদ্ধার করে র্যাব। এসময় ট্রাকটি জব্দ করা হয়।
সোমবার আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে র্যাব। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠান।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ০৪, ২০২০
কেআই/ওএইচ/