গরম এতটাই বেশি যে গাড়ির ভেতর পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে মারাত্মক ভাবে। আর সেই তাপে মাংস রান্না করে ফেললেন স্টু পেগলি নামের এক তরুণ।
মাংস তো সেদ্ধ হয়েছে! কিন্তু গাড়ির ভেতরে মাংস রান্নার সময় কত তাপমাত্রা ছিল? স্টু জানিয়েছেন, বেলা ১টায় গাড়ির ভেতরে ৮১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল!
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাংস সেদ্ধ হওয়ার এই ছবি পোস্ট দিয়ে স্টু সতর্ক করেছেন সবাইকে। যেন এমন গরম আবহাওয়ায় ছোট শিশু বা পোষা প্রাণীকে গাড়ির মধ্যে না রখা হয়।
অস্ট্রেলিয়ায় ভরা শীতেও গত ১০ দিন ধরে এরকম তাপপ্রবাহ চলছে। সেদেশের আবহাওয়াবিদেরা জানিয়েছেন, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের তাপমাত্রা রয়েছে ৩৫ ডিগ্রির ওপর। এরই মধ্যে কয়েকটি অঞ্চলে ফায়ার ওয়েদারের সতর্কতাও জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসআইএস