পঞ্চগড়: এবারো পঞ্চগড় জেলায় উচ্চ মাধ্যমিকের ফলাফলে সেরা অবস্থান ধরে রেখেছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ।
জেলায় সেরাদের সেরা হওয়ার পাশাপাশি কলেজটি দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮তম স্থান দখল করেছে।
এবার এ কলেজ থেকে মোট ৬৭৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪২ জন। জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।
মানবিক বিভাগে ৩৪৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩১৬ জন। জিপিএ৫ পেয়েছে ৩৯ জন এবং ব্যবসায়ে শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছে ১৫০ জন, পাস করেছে ৯৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন।
এছাড়া পঞ্চগড় এমআর সরকারি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৫৫১ জন। পাস করেছে ৪৩৩ জন। জিপিএ ৫ পেয়েছে ২৭ জন। পাসের হার ৭৯ ভাগ।
দেবীগঞ্জ ডিগ্রি কলেজে ৬৭৯ জনের মধ্যে পাস করেছে ৪৭৪ জন। জিপিএ ৫ পেয়েছে ২৩ জন।
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েটে মোট পরীক্ষার্থী ছিল ৩৭৮ জন। পাস করেছে ২১৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন।
জগদল ডিগ্রি কলেজ থেকে ২৪৬ জনের মধ্যে পাস করেছে ২৩৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন।
বোদা পাথরাজ ডিগ্রি কলেজের ৪৬১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন।
পাথরাজ ডিগ্রি কলেজের ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন।
তেতুলিয়া কাজী শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ২২২ জন। পাস করেছে ১৪৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন।
বোদা মহিলা মহাবিদ্যালয়ের মোট ২৭৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
সাকোয়া ডিগ্রি কলেজের ৩৭১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮১ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
বলরামপুর ডিগ্রি কলেজের ১২৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৬ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন।
আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ৮২ জনের মধ্যে পাস করেছে ৬০ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
ভজনপুর ডিগ্রি কলেজের ৫০২ জন পরীক্ষার্থীর পাস করেছে ২৭৬ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
মাঝিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ৭৭ জনের মধ্যে পাস করেছে ৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
এছাড়া জেলার অন্যান্য কলেজগুলোতে কেউ জিপিএ ৫ পায়নি। ওইসব প্রতিষ্ঠানের ফলাফলও তেমন সন্তোষজনক নয়।
বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪