ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়ের জন্য নতুন জামা-খেলনা কিনলেন আবুল

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
মেয়ের জন্য নতুন জামা-খেলনা কিনলেন আবুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদুল আজহায় মেয়ে জান্নাতুল ফেরদৌস তাহিরার জন্য নতুন জামা আর খেলনা কিনেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) আবুল বাজনাদার।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্ত্রী হালিমা ও একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে সামনে বের হন আবুল।

আবুল বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে মেয়ের জন্য অনেকেই উপহার নিয়ে এসেছেন। কিন্তু আমি কিছু না কিনলে হয়! তাই একটা জামা আর কিছু খেলনা কিনলাম।

গত ৬ আগস্ট আবুলের দুই হাতের ব্যান্ডেজ খুলে দেওয়ার পর থেকেই পরিবারের সবাই আনন্দিত।
বাবার সঙ্গে দোকানে এসে নতুন জামা কিনতে পেরে আনন্দিত তাহিরাও।

এর আগে ঈদুল ফিতরেও পরিবার নিয়ে ঢামেক হাসপাতাল গেট থেকে মেয়ের জন্য কেনাকাটা করেছিলেন আবুল।

পৃথিবীতে এখন পর্যন্ত হাতেগোনা কয়েকজনকে এ রোগে আক্রান্ত হতে দেখা গেছে। তাদের ইন্দোনেশিয়া, রোমানিয়া এবং সর্বশেষ আবুলের মাধ্যমে বাংলাদেশে দেখা গেলো।

মেডিকেল বোর্ড গঠন করে এ পর্যন্ত ছোট-বড় মোট ৯টি অস্ত্রোপচার হয়েছে আবুলের।

অস্ত্রোপচারের পরে আবুলের দুই হাতের ব্যান্ডেজ খুলে দেওয়ার পরে বাংলানিউজের তিনি বলেন, বিশ্বাসই হয় না এটা আমার হাত! আমার আঙ্গুল নাড়াতে পারছি, হাত মুঠো করতে পারছি। ইচ্ছা করছে আমি নিজে হাতে ভাত খাই। তবে চিকিৎসক বলেছেন, আরও কিছুদিন পরে।

আমার দুই হাত ২০ কেজির মতো ওজন ছিলো। কত কবিরাজ, কত ডাক্তার দেখিয়েছি। কোনো লাভ হয়নি। ঢাকা মেডিকেলে এসে আমি আশার আলো দেখলাম, বলেন আবুল বাজনাদার।

আবুল বাজনাদারকে ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।