আর্মি গল্ফ কোর্স (কুর্মিটোলা) থেকে: আসরটি অন্যরকম। মহান বিজয় দিবসের ৪৬তম উদযাপন সামনে রেখে ঢাকায় ভারতীয় হাইকমিশন ও একাত্তর টেলিভিশন এই ভিন্নমাত্রার অনুষ্ঠানটির আয়োজন করেছে।
রাজধানীর কুর্মিটোলায় আর্মি গল্ফ কোর্সের পাম ভিউ রেস্তোরাঁয় এই আসর বসেছে। ক্লাবের খোলা বারান্দায় এরই মধ্যে এসে হাজির হয়েছেন যোদ্ধারা। রয়েছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরাও। অনুষ্ঠানটি মূলত মিডিয়া ইন্টারঅ্যাকশন। ফলে সাংবাদিকরাই এর প্রধান শ্রোতা।
একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় এই আয়োজনে এতে অংশ নিয়েছেন প্রখ্যাত যোদ্ধারা। বাবু জানালেন, আয়োজনটিতে আনুষ্ঠানিকতা থাকবে সামান্যই। যা কিছু হবে গল্পে গল্পে। যারা যুদ্ধ করেছেন দেশের জন্য তারা যেমন কথা বলবেন, ভারতীয় যে সেনারা বাংলাদেশের জন্য প্রাণপন লড়েছিলেন, জীবন বাজী রেখেছিলেন তারাও বলবেন তাদের কথা। ফলে জমবেই এই গল্পের আসর।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জেডএস/এমএমকে