ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬, আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এসআই মো. এমরান হোসেন বাংলানিউজকে জানান, নিহত ছয় জনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমতারা হলেন সুনামগঞ্জের শাল্লা থানার গজেন্দ্রপুর এলাকার ইন্দ্রজিত দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৪৫) ও একই এলাকার তুলশী দাসের ছেলে প্রাণ নাথ (৪৪), শেরপুরের নালিতাবাড়ি থানার ভুরুঙ্গা এলাকার আলী আহম্মেদের ছেলে উকিল মিয়া (৩০) ও জামালপুরের বকশিগঞ্জ থানার নিলক্ষিয়া এলাকার আবুল মিয়া স্ত্রী আমেনা খাতুন (৩৫)।

তিনি আরও জানান, সকালে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাস দাঁড়িয়ে ছিলো। এ সময় চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ ছয়জনের মৃত্যু ও পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬/আপডেট: ১২২০ ঘণ্টা

আরএস/জেডএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।