ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকা থেকে ১৫৯ কিলোমিটার পূর্বে ত্রিপুরার লং তারাইয়ের মাছমারায় ভূমিকম্পের উৎপত্তি। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
ইএমএসসি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বললেও ভারতের বিভিন্ন জরিপ সংস্থা থেকে এর মাত্রা ৫ দশমিক ৭ পর্যন্তও বলা হচ্ছে।

তিনি সেখানকার আবহাওয়া অফিস থেকে জেনেছেন, ভারতীয় সময় দুপুর ২টা ৩৮ মিনিট নাগাদ কেঁপে ওঠে গোটা রাজ্য। তবে এর মাত্রা ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল রাজ্যের ধলাই জেলার ২৮ কিলোমিটার গভীরে।
ত্রিপুরা সীমান্তবর্তী হওয়ায় এ ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে দেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনীসহ আশপাশের জেলাগুলোতে। তবে এ জেলাগুলোতেও কোনো ক্ষয়ক্ষতির খবর তৎক্ষণাৎ মেলেনি।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭/আপডেট ১৫৩৬
আইএ/জেডএস/এইচএ/