পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা আগামী রোববার (২২ জানুয়ারি) পর্যন্ত আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন। দ্বিতীয় পর্বেও অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
এর আগে গত ১৩ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৫ জানুয়ারি রোববার শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে ন্যায় দ্বিতীয় ধাপেও অংশ নিয়েছে ঢাকাসহ দেশের ১৭টি জেলার মুসল্লি। দুই ধাপে অংশ নিবে ৩৩ জেলার মুসল্লি। আগামী ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
দ্বিতীয় ধাপে অংশ নিয়েছে ঢাকা, মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা। এছাড়া থাকছে বিদেশি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২০১৭
আরএস/ওএইচ/